এ মন একা বাংলা লিরিক্স,E Mon Eka Lyrics In Bengali
এ মন একা, এ রাত একা
একা তো ঘুম আসে না,
এ মন একা, এ রাত একা
একা তো ঘুম আসে না,
ভাবি আবার ফিরেই এলি
এ পথ কি তোর চেনা ?
এ মন একা, এ রাত একা
একা তো ঘুম আসে না।।
ফিরে আয়, তোকে ছুঁয়ে আবার
রাত জেগে গাই ঘুমপাড়ানি,
দূরে যাস যতই আমার থেকে
কাছেই কোথাও আছিস জানি।
ভাবি আবার ফিরেই এলি
এ পথ কি তোর চেনা ?
এ মন একা, এ রাত একা
একা তো ঘুম আসে না।।
দু’হাতের মুঠো শুধু এখন
এই শূন্যতার গল্প বলে,
যে পাখির ডানা ভেঙ্গে গেছে
ভেজাই তাকে চোখের জলে।
ভাবি আবার ফিরেই এলি
এ পথ কি তোর চেনা?
এ মন একা, এ রাত একা
একা তো ঘুম আসে না।
E Mon Eka song details
- Song : E Mon Eka
- Movie : Tonic
- Singer : Shreya Ghoshal
- Lyrics : Srijato
- Music : Jeet Gannguli
- Mixed And Mastered by : Rupjit Das
- Director : Avijit Sen
- Cinematography : Supriyo Dutta
- Presenter : Atanu Raychaudhuri
- Producer : Pranab Kumar Guha And Bengal Talkies
- Co producer : Dev
- Music on : Zee Music Company
0 Comments