তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা লিরিক্স-Tomar Somadhi fule fule Dhaka Song Lyrics
তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা
কে বলে আজ তুমি নাই?
তুমি আছো মন বলে তাই।
তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা
কে বলে আজ তুমি নাই?
তুমি আছো মন বলে তাই।
তোমারই অমর নাম, জয় গৌরবে
স্মরণে যে চিরদিন, জানি লেখা
রবে,
মরনে, হারায়ে, তোমারে খুঁজে পাই,
তুমি আছো মন বলে তাই,
তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা
কে বলে আজ তুমি নাই ?
তুমি আছ মন বলে তাই।
তোমার জীবন যেন কাহিনীর মত
হে বিজয়ী বীর ছিল জয় তব ব্রত,
তোমার জীবন যেন কাহিনীর মত
হে বিজয়ী বীর ছিল জয় তব ব্রত,
ধূপেরই মত যেন মরনেরই সুখে
তোমারই জীবন তুমি দিলে হাসিমুখে।
একথা কখনো যেন না ভুলে যাই,
তুমি আছ মন বলে তাই,
তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা
কে বলে আজ তুমি নাই?
তুমি আছো মন বলে তাই
তুমি আছো মন বলে তাই
তুমি আছো মন বলে তাই।
Tomar Somadhi fule fule Dhaka Song Details
👉Tune Name : Tomar Samadhi Phule Dhaka
👉Film Name : Antaral (1965)
👉Artist : Shyamal Mitra
👉Cover by : Debojit Saha
👉Verses : Gouri prasanna Majumdar
👉Music : Sudhin dasgupta
Tomar Somadhi fule fule Dhaka Song Lyrics
Tomar
somadhi fule fule dhaka
Ke
bole aaj tumi nai
Tumi
acho mon bole tai
Smrone
je chirodin jani lekha robe
Morone
haraye tomare khuje pai
Tumi
acho mon bole tai
Hey
bijoyi bir chilo joy tobo broto
Tomari
jibon tumi dile hasimukhe
E
kotha kokhono je na bhule jai
Tumi
acho mon bole tai
Ke
bole aaj tumi nai
Tumi
acho mon bole tai
0 Comments