তুই কি আমার হবি রে লিরিক্স – ইমরান মাহমুদুল:
রাতের সব তারা আছে
দিনের গভীরে,
বুকের মাঝে মন যেখানে
রাখবো তোকে সেখানে,
তুই কি আমার হবি রে?
মন বাড়িয়ে, আছি দাঁড়িয়ে
তোর হৃদয়ে, গেছি হারিয়ে
তুই জীবন-মরন সবই রে..
তুই কি আমার হবি রে?আমার পথটা চলে যায়, তোরই দিকে
চোখের কলম, শত কবিতা লিখে,
এই হৃদয়ের ভালোবাসা দিয়ে
সেই কবিতা শুধু তোকে নিয়ে।
চোখ ভোরে তুই, দেখ পড়ে তুই
প্রেম কবিতায় তোকে ছুঁই
তুই চিনে নে সে কবি রে ..
তুই কি আমার হবি রে ?
রাতের সব তারা আছে
দিনের গভীরে,
বুকের মাঝে মন যেখানে
রাখবো তোকে সেখানে,
তুই কি আমার হবি রে?
হৃদয় ক্যানভাসে মন রং মেখে মেখে
তোরই মুখ ছবি যাই নীরবে এঁকে,
সব ভালোলাগা মনে ছুঁয়েছে এসে
সুখ ছোঁয়াতে আমি গিয়েছি ভেসে।
মন বাড়িয়ে, আছি দাঁড়িয়ে
তোর হৃদয়ে, গেছি হারিয়ে,
তুই দেখে নে সে ছবি রে..
তুই কি আমার হবি রে ?
রাতের সব তারা আছেদিনের গভীরে,
বুকের মাঝে মন যেখানে
রাখবো তোকে সেখানে,
তুই কি আমার হবি রে?
Tui Ki Amar Hobi Re Song details
- Song Name:তুই কি আমার হবি রে ?
- Singer:ইমরান ও কনা
- Lyrics: কবির বকুল
- Composed and Arranged by: ইমরান মাহমুদুল
- Mixing and Mastering: ইকবাল কবির জুয়েল
- Director:চয়নিকা চৌধুরী
- Story: রুম্মান রশিদ খান
- Editor: ইকবাল কবির জুয়েল
- Producer:সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড
Tui Ki Amar Hobi Re Song Lyrics
Tui Ki Amar Hobi is the latest Bengali Movie Song Sung by Imran and Kona. তুই কি আমার হবি রে song is from the Bengali movie Bishwoshundori. Starring: Porimoni, Siam Ahmed and Music Composed by Imran Mahmudul. Tui Ki Amar Hobi Re Song Lyrics In Bengali Written by Kabir Bakul and Song Programming Arrangements, Mixing and Mastering By Iqbal Kabir Jewel.
0 Comments