তোকে সোজাসুজি বলছি
তুই ছাড়া নেই কেউ আমার,
খুব একলা একা লাগছে
তুই আয়না কাছে একটি বার।
তোর আশায় থাকি রাতদিন
আর কত থাকবো ঘুমহীন,
তোকে ছাড়া আমি বাঁচবোনা
কেন অকারনে দিস যন্ত্রণা?
তোকে সোজাসুজি বলছি
তুই ছাড়া নেই কেউ আমার,
খুব একলা একা লাগছে
তুই আয়না কাছে একটি বার।।
তোর অভিমানী মন জানালায়
দেখ আছি হাতটা বাড়ায়,
তোর অভিমানী মন জানালায়
দেখ আছি হাতটা বাড়ায়,
তোর আশায় থাকি রাতদিন
আর কত থাকবো ঘুমহীন,
তোকে ছাড়া আমি বাঁচবোনা,
কেন অকারনে দিস যন্ত্রণা ?
তোকে সোজাসুজি বলছি
তুই ছাড়া নেই কেউ আমার,
খুব একলা একা লাগছে
তুই আয়না কাছে একটি বার।।
বাঁচবো না.. বাঁচবো না..
বাঁচবোনা.. বাঁচবোনা..
তুই কেন ভুল বুঝিস আমায়
তোকে ছেড়ে যাবো যে কোথায়,
তুই কেন ভুল বুঝিস আমায়
তোকে ছেড়ে যাবো যে কোথায়,
তোর আশায় থাকি রাতদিন
আর কত থাকবো ঘুমহীন,
তোকে ছাড়া আমি বাঁচবো না
কেন অকারনে দিস যন্ত্রণা?
তোকে সোজাসুজি বলছি
তুই ছাড়া নেই কেউ আমার,
খুব একলা একা লাগছে
তুই আয়না কাছে একটি বার।।
Bachbo Na Song details
- Song : Bachbo Na
- Drama : ChotoBelar Prem
- Singer : Prottoy Khan
- Lyrics : Prosenjit Ojha
- Tune & Compose : Prottoy Khan
- Direction : Mabrur Rashid Bannah
- Production : Punderground Creative Factory
- Label : Studio ProtuneBD
Bachbo Na Song bangla Lyrics
Toke sojasuji bolchiTui chara nei keu amarKhub ekla eka laagcheTui aayna kache ektibarTor ashay thaki raatdinAar koto thakbo ghumheenToke chara ami bachbo naKeno okarone dish jontronaTor obhimani mon janalayDekh achi haa ta barayTui keno bhul bujhis amayToke chere jabo je kothay
Toke chere jabo je kothay
0 Comments