মন জানো না বাংলা লিরিক্স Mon Janona Song Lyrics In Bengali

 

মন জানো না বাংলা,  লিরিক্স

আমার এই একলা মনের

মেঘ সরিয়ে আজ,
আনলো কে ওই
আগমনীর সাজ।
সে যেন ডাকলো আবার
মন হারাবার লগন এলো ওই,
তোমাকে দেখে, সব ভুলে রই।

জানো না, জানো না, জানো না
তুমি মন জানো না,
মানো কি, না মানো, বলো না
তুমি মন জানো না।

আমার এই একলা মনের
মেঘ সরিয়ে আজ,
আনলো কে ঐ
আগমনীর সাজ।
সে যেন ডাকলো আবার
মন হারাবার লগন এলো ওই,
তোমাকে দেখে সব ভুলে রই।

মন জানে, তুমি মনেরই মতোন
উজান বেয়ে আসা ঢেউয়েরই মতোন।

ভাসালে কেন গো আমায়,
কেন যে ডাকে আয় চলে আয়,
কেন যে ডাকে, আয় চলে আয়।

জানো না, জানো না, জানো না
তুমি মন জানো না,
মানো কি, না মানো, বলো না
তুমি মন জানো না।

আমার এই একলা মনের
মেঘ সরিয়ে আজ,
আনলো কে ওই
আগমনীর সাজ।

মনেরই আগুনে দিন পুড়ে যায়,
কাজ ফেলে আজ যেন উড়ে যায়।

রাঙালে কেন গো আমায়,
ভুলেছি সব তোমারই আশায়।

ভুলেছি সব তোমারই আশায় ..

জানো না, জানো না, জানো না
তুমি মন জানো না,
মানো কি, না মানো, বলো না
তুমি মন জানো না।

আমার এই একলা মনের
মেঘ সরিয়ে আজ,
আনলো কে ওই
আগমনীর সাজ।

সে যেন ডাকলো আবার
মন হারাবার লগন এলো ওই,
তোমাকে দেখে সব ভুলে রই।

# Mon Janona Song Lyrics In Bengali #

  • Song: জানো না, জানো না
  • Singer: উজ্জয়িনী মুখোপাধ্যায় এবং শোভন গাঙ্গুলি
  • Music: বিক্রম ঘোষ
  • Lyrics: Sugato Guha
  • Music Arrangement –সায়ান গাঙ্গুলি
  • Recording studio : বিক্রম ঘোষ স্টুডিও (কলকাতা)

Post a Comment

0 Comments