হ্যাপি ডিভোর্স গানের লিরিক্স নচিকেতা চক্রবর্তী।Happy Divorce Lyrics

 

Happy Divorce Lyrics

হ্যাপি ডিভোর্স গানের লিরিক্স নচিকেতা চক্রবর্তী।Happy Divorce Lyrics

মানুষটা আজকে বেশ খুশি। মানুষটা একটু ইনটক্সিগেটেড, বহুদিনের পরিশ্রম এবং বহুদিনের প্রতীক্ষার পরে অবশেষে কাগজটা তার হাতে এসেই গেছে। হ্যাঁ কাগজটা হলো - তার ডিভোর্স পেপার।

 

আজ থেকে লম্বা একটা ছুটি লুটোপুটি

এবার এই পাওয়া মুক্তির সাথে।

আজ থেকে নেই কোনো দায় ভার

ভালো থাকার ভার এবার নিজের হাতে।

 

এবার ইচ্ছে মতন থাকা যখন তখন

কাটবে না সময় গুলো সংঘাতে।

আজ থেকে লম্বা একটা ছুটি লুটোপুটি

এবার এই পাওয়া মুক্তির সাথে।

 

আজ থেকে জীবনে কি কি থাকবে না -

 

থাকবেনা কারো ভ্রুকুঞ্চনার গঞ্জনা

কিছুই পারিনা বলে শুধুই লাঞ্ছনা,

আধপোড়া খাবার খেয়ে বলতে তা মানা

থাকবেনা জীবন জুড়ে লম্বা যন্ত্রনা।

 

আজ থেকে ইচ্ছে মত টেলিভিশন দেখা

একা একা, মাঝ রাতে,

এবার ইচ্ছে মতন থাকা যখন তখন

কাটবে না সময় গুলো সংঘাতে।

আজ থেকে লম্বা একটা ছুটি লুটোপুটি

এবার এই পাওয়া মুক্তির সাথে।

 

আজ থেকে জীবনে আর কি কি থাকবেনা তার একটা লিস্ট -

 

থাকবেনা আর টেলিফোনে বকবকানি

ঠিকে ঝি আসেনি বলে ন্যাকা কাঁদুনি,

থাকবেনা মাসের প্রথমে মাইনের দখল

শাড়ি দেখে দোকানের ঠান্ডা হাতছানি।

 

আজ থেকে ইচ্ছে মতো খাওয়া শোয়া আর ঘুম

এসি রুম, জাগা সুপ্রভাতে,

এবার ইচ্ছে মতন থাকা যখন তখন

কাটবে না সময় গুলো সংঘাতে।

আজ থেকে লম্বা একটা ছুটি লুটোপুটি

এবার এই পাওয়া মুক্তির সাথে।

 

কি কি থাকবেনা তার লিস্ট তো বলাই হয়েছে। এবার কি কি থাকবে এবং থেকেই যাবে -

 

থাকবে দেয়াল থেকে খুলে রাখা কারো ছবি

ধুলো মাখা খাটের নিচে,

থাকবে ঠান্ডা ছোঁয়া গরম কপালটাতে

খুব জ্বরে বৃষ্টি ভিজে।

 

থাকবে যত্নে রাখা কারো পুরোনো চিঠি

না নিয়ে যাওয়া সুটকেস,

থাকবে হাজার কথার ভিড়ে মোবাইল ফোনে

রেখে দেওয়া কারো এস এম এস।

 

আজ থেকে এই ফ্ল্যাটে থাকবো আমি

এবং কারো রংচটা স্মৃতি, একসাথে,

আমার ঘরকন্যে উধাও রাজকন্যে

আমার ঘরকন্যে উধাও রাজকন্যে

তার না দেখা ছোঁয়া সবটাতে,

আজ থেকে এই ফ্ল্যাটে থাকবো আমি

এবং কারো রংচটা স্মৃতি, একসাথে।


Happy Divorce details

Song : Happy Divorce

Lyrics, Music And Singer : Nachiketa Chakraborty

Guitars, Programming And Music Arrangement : GurCharan Bains

Voice Recording, Mix & Mastering : Dev Prasad

Concept And Direction : Nachiketa

DOP : Ram Anuj Bhattacharjee

Camera Assistant : Tapas Paul And Swapan Paul

Illustration : Godhuli Gupta

Animation : Debashis Ghosh

Edit And Color Correction : Anirban Maitra

Promo And Poster Design : Sunanda Chatterjee,

Ram Anuj Bhattacharjee And Anirban Chatterjee

Production Controler : Sambit Banerjee And

Anirban Chatterjee

Happy Divorce Lyrics 

Aaj theke lomba ekta chuti lutoputi

Ebar ei paowa muktir sathe

Aaj thee nei kono daaybhar

Bhalo thakar bhar ebar nijer haate

 

Ebar icche moton thaka jokhon tokhon

Katbe na somoy gulo songhate

Aaj theke lomba ekta chuti lutoputi

Ebar ei paowa muktir sathe

 

Thakbena karo bhrukunchonar gonjona

Kichui parina bole shudhui lanchona

Adhpora khabar kheye bolte taa mana

Thakbena jibon jure lomba jontrona

 

Aaj theke icche moto television dekha

Eka eka majh raate

Ebar icche moton thaka jokhon tokhon

Katbe na somoy gulo songhate

Aaj theke lomba ekta chuti lutoputi

Ebar ei paowa muktir sathe

 

Thakbena aar telephone e bokbokani

Thikey jhi aseni bole nyeka kaduni

Thakbena maser prothome mainer dokhol

SHari dekhe dokaner thanda haatchani

 

Aaj theke icche moto khaowa shoya aar ghum

Ac room jaga suprobhate

Ebar icche moton thaka jokhon tokhon

Katbe na somoy gulo songhate

 

Thakbe deyal theke khule akha karo chobi

Dhulo makha khater niche

Thakbe thanda chowa gorom kopaltate

Khub jwore brishti vije

 

Thakbe jotne rakha karo purono chithi

Na niye jaowa suitcase

Thakbe hajar kothar bhire mobile phone

Rekhe deowa karo sms

 

Aaj theke ei flat e thakbo ami

ebong karo rongchota smriti eksathe

Amar ghorkonney udhao rajkoney

Taar na dekha chowa sobtate

Post a Comment

0 Comments