ভালোবাসা আমার পর হয়েছে বাংলা, লিরিক্স
রাহাত ফতেহ আলী খান
ভালোবাসা আমার পর হয়েছে,
ভালোবাসা আমার পর হয়েছে
বুকে বেদনারই ঝড় বয়েছে,
বুকে বেদনারই ঝড় বয়েছে
মন তবু সব সয়েছে।
ভালোবাসা আমার পর হয়েছে।
পূর্নিমা রাতে, হয়েছে হারাতে
ছিল না হৃদয়ে এ ভাবনা
হারিয়ে তাকে পাব না।
ভালোবাসা আমার পর হয়েছে,
ভালোবাসা আমার পর হয়েছে।
মন ভেঙে চুরে, চলে গেল দূরে
এতদিন করেছি এই ধারণা
আমারই সে অন্য কারো না।
ভালোবাসা আমার পর হয়েছে,
ভালোবাসা আমার পর হয়েছে,
বুকে বেদনারই ঝড় বয়েছে,
বুকে বেদনারই ঝড় বয়েছে
মন তবু সব সয়েছে।
ভালোবাসা আমার পর হয়েছে.
Bhalobasha Por Hoyeche Song Lyrics In Bengali
- Song Name:ভালোবাসা আমার পর হয়েছে।
- Singer: রাহাত ফাতেহ আলী খান
- Lyrics: কবির বকুল
- Composed: রুনা লায়লা
- Arrangements:রাজা কাশেফ
- Director: শাহরিয়ার পোলক
- DOP:নাজমুল হাসান
- Producer:সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড
0 Comments