এই জনমে আমরা আছি বাংলা লিরিক্স

 

=এই জনমে আমরা আছি বাংলা  লিরিক্স =

লতা মঙ্গেশকর ও   বাপ্পি লাহিড়ী

এই জনমে আমরা আছি
আর জনমে থাকবো আবার,
তুমি থাকবে আমার
আমি থাকবো তোমার,
তুমি থাকবে আমার
আমি থাকবো তোমার।
এই জনমে আমরা আছি
আর জনমে থাকবো আবার,
হৃদয় ভরে রেখে যাবো
প্রানের ছোঁয়া এই ভালোবাসা,
তুমি থাকবে আমার
আমি থাকবো তোমার,
তুমি থাকবে আমার
আমি থাকবো তোমার।।
যুগে যুগে এই দুজনে
জন্ম নেবো এই ভুবনে।
আমরা যাতে নতুন করে
এক হয়ে রই দুজনায়,
হৃদয় ভরে রেখে যাবো
প্রানের ছোঁয়া এই ভালোবাসা।
তুমি থাকবে আমার
আমি থাকবো তোমার,
তুমি থাকবে আমার
আমি থাকবো তোমার।
এই জনমে আমরা আছি
আর জনমে থাকবো আবার।।
তুমি আমি আর ভালোবাসা
হাসি গান আর আলো আশা।
কখনো কোথায় কোনোদিনও
শেষ হতে যে পারবেনা আর,
হৃদয় ভরে রেখে যাবো
প্রানের ছোঁয়া এই ভালবাসা।
তুমি থাকবে আমার
আমি থাকবো তোমার,
তুমি থাকবে আমার
আমি থাকবো তোমার।
এই জনমে আমরা আছি
আর জনমে থাকবো আবার।।

Ei Janame Amra Achi Song 

  • Song : এই জনমে আমরা আছি
  • Film : প্রনামী তোমায় (1989)
  • Music :বাপ্পি লাহিড়ী
  • Lyrics : পুলক বন্দ্যোপাধ্যায়
  • Director :প্রভাত রায়
  • Label :ময়ূর ক্যাসেট (গাথানি)

Post a Comment

0 Comments