কথা দিলাম আমি কথা দিলাম Kotha Dilam Song bangla lyrics




 কথা দিলাম আমি কথা দিলাম বাংলা লিরিক্স 

কথা দিলাম, আমি কথা দিলাম
কথা দিলাম, আমি কথা দিলাম,
তুমি আমি যুগে যুগে থাকবো সাথে
যুগে যুগে থাকবো সাথে,
কথা দিলাম, আমি কথা দিলাম।।
ফুলেতে যেমনি গন্ধ থাকে
সুরেতে যেভাবে ছন্দ থাকে,
ফুলেতে যেমনি গন্ধ থাকে
সুরেতে যেভাবে ছন্দ থাকে,
এমনি করেই আমরা দুজন
রব মিশে দিনে ও রাতে,
যুগে যুগে থাকবো সাথে,
কথা দিলাম, আমি কথা দিলাম।।
দাঁড়িয়ে যেদিন বলবে জীবন
আমি যাই, এসেছে দেখো মরণ,
দাঁড়িয়ে যেদিন বলবে জীবন
আমি যাই, এসেছে দেখো মরণ,
হাসি মুখে মরণে যেদিন
তুলে দেবো মরণের হাতে,
যুগে যুগে থাকবো সাথে।
কথা দিলাম, আমি কথা দিলাম
তুমি আমি যুগে যুগে থাকবো সাথে,
যুগে যুগে থাকবো সাথে
কথা দিলাম, আমি কথা দিলাম
আমি কথা দিলাম,
আমি কথা দিলাম।।

Kotha Dilam Song details

  • Song : কথা দিলম আমি কথা দিলম
  • Movie : সুরের আকাশে (১৯৮৮)
  • Singer :কিশোর কুমার ও আশা ভোঁসলে
  • Music & Lyrics : স্বপন চক্রবর্তী
  • Director :বীরেশ চ্যাটার্জি



















































































































































































Post a Comment

0 Comments