ফাগুন লেগেছে শাখে শাখে বাংলা লিরিক্স
আজ এ আনন্দ প্রভাতে
রঙ ছড়ালো আকাশে বাতাসে,
ফাগুন লেগেছে শাখে শাখে
বসুন্ধরা আজি এ আনন্দ প্রভাতে,
রঙ ছড়ালো আকাশে বাতাসে
ফাগুন লেগেছে শাখে শাখে,
বসুন্ধরা আজি এ আনন্দ প্রভাতে।
প্রেমের আবিরে মাখা গোপী
খেলবে শ্যামেরই সাথে হোলি,
প্রেমের আবিরে মাখা গোপী
খেলবে শ্যামেরই সাথে হোলি,
রঙের নেশায় দোলে মধু মাধবী,
ফাগুন লেগেছে শাখে শাখে
বসুন্ধরা আজি এ আনন্দ প্রভাতে,
রঙ ছড়ালো আকাশে বাতাসে,
ফাগুন লেগেছে শাখে শাখে
বসুন্ধরা আজি এ আনন্দ প্রভাতে।
কোন ফাগুয়ার ছোঁয়ায়
মাতে ব্রজগণ নেশায় মগণ,
রঙ্গীন হাওয়ায় আজি
দোলে ত্রিভুবন, যেন নবজীবন,
খেলাতে, হাসিতে, বেলা বয়ে যায়।
যাই ভেসে চলে, বিরহ যত
চোখে স্বপ্ন জাগলো কত,
যাই ভেসে চলে, বিরহ যত
চোখে স্বপ্ন জাগলো কত,
মনে প্রাণে ভালোবাসার দোলা লাগে
ফাগুন লেগেছে শাখে শাখে,
বসুন্ধরা আজি এ আনন্দ প্রভাতে,
রঙ ছড়ালো আকাশে বাতাসে
ফাগুন লেগেছে শাখে শাখে,
বসুন্ধরা আজি এ আনন্দ প্রভাতে
আজি এ আনন্দ প্রভাতে,
আজি এ আনন্দ প্রভাতে।
0 Comments