আমি সেই মেয়ে বাংলা লিরিক্স

 

আমি সেই মেয়ে  বাংলা  লিরিক্স

# জয়তী চক্রবর্তী #

মনে করো আমি সবার অচেনা
কোনো এক সেই মেয়ে,
যার চোখে আজ সূর্য নেমেছে
বিদ্যুৎ হতে চেয়ে।
মনে করো আমি সেই মেয়েটাই আজ
সকালের খোলা জানলায় দেখো
রেখেছি গন্ধ গাছ।
আমি সেই মেয়ে, সেই মেয়ে
আমি সেই মেয়ে, সেই মেয়ে।।
ধরো আমি সেই ডানপিটে মেয়েটাই
টেরাকোটা রং শরীরে জড়াই
আগুন মাখবে তাই,
অচেনা যে কোনো অজ-পাড়াগাঁয়ে
কাদা মাখা ধুলো মাটি,
সেখানেই আমি তোমার জন্য
পেতেছি শীতলপাটি।
আমি সেই মেয়ে, সেই মেয়ে
আমি সেই মেয়ে, সেই মেয়ে।।
আমি সেই মেয়ে কাস্তে ধরেছি
ভরা আউশের মাঠে,
সেই মেয়েটার চোখ জ্বলে তবু
মৌন মিছিলে হাঁটে।
মনে করো যার বুকের মধ্যে
ইচ্ছেমতির বাস,
আমি সেই মেয়ে সূর্যের সাথে
আজন্ম সহবাস,
আমি সেই মেয়ে সূর্যের সাথে
আজন্ম সহবাস।
আমি সেই মেয়ে, সেই মেয়ে
আমি সেই মেয়ে, সেই মেয়ে।
মনে করো আমি সবার অচেনা
কোনো এক সেই মেয়ে,
যার চোখে আজ সূর্য নেমেছে
বিদ্যুৎ হতে চেয়ে।
মনে করো আমি সেই মেয়েটাই আজ
সকালের খোলা জানলায় দেখো
রেখেছি গন্ধ গাছ।
আমি সেই মেয়ে, সেই মেয়ে
আমি সেই মেয়ে, সেই মেয়ে।।

#Ami  Sei Meye  Song  Lyrics  In  Bengali #

  • Song : আমি সেই মেয়ে
  • Lyrics :সর্ব্বরী পাঠক 
  • Music : পরাগ বরণ
  • Arrangement : পার্থ পল
  • Recorded by : Sanjoy Ghosh
  • Video team : ,রানা ব্যানার্জী, মাহিসিন খান
  • Label :আশা অডিও

Post a Comment

0 Comments