এই জনমে আমরা আছি বাংলা লিরিক্স
লতা মঙ্গেশকর ও বাপ্পি লাহিড়ী
এই জনমে আমরা আছিআর জনমে থাকবো আবার,তুমি থাকবে আমারআমি থাকবো তোমার,তুমি থাকবে আমারআমি থাকবো তোমার।এই জনমে আমরা আছিআর জনমে থাকবো আবার,হৃদয় ভরে রেখে যাবোপ্রানের ছোঁয়া এই ভালোবাসা,তুমি থাকবে আমারআমি থাকবো তোমার,তুমি থাকবে আমারআমি থাকবো তোমার।।যুগে যুগে এই দুজনেজন্ম নেবো এই ভুবনে।আমরা যাতে নতুন করেএক হয়ে রই দুজনায়,হৃদয় ভরে রেখে যাবোপ্রানের ছোঁয়া এই ভালোবাসা।তুমি থাকবে আমারআমি থাকবো তোমার,তুমি থাকবে আমারআমি থাকবো তোমার।এই জনমে আমরা আছিআর জনমে থাকবো আবার।।তুমি আমি আর ভালোবাসাহাসি গান আর আলো আশা।কখনো কোথায় কোনোদিনওশেষ হতে যে পারবেনা আর,হৃদয় ভরে রেখে যাবোপ্রানের ছোঁয়া এই ভালবাসা।তুমি থাকবে আমারআমি থাকবো তোমার,তুমি থাকবে আমারআমি থাকবো তোমার।এই জনমে আমরা আছিআর জনমে থাকবো আবার।।
# Ei Janame Amra Achi Song Lyrics In Bengali #
v Song : এই জনমে আমরা আছি
v Film : প্রনামী তোমায় (1989)
v Singer :বাপ্পি লাহিড়ী ও লতা মঙ্গেশকর
v Music : বাপ্পি লাহিড়ী
v Lyrics : পুলক বন্দ্যোপাধ্যায়
v Director :প্রভাত রায়
v Label : ময়ূর ক্যাসেট (গাথানি)
0 Comments