এ জীবনে পেয়েছি যে আঘাত হাজার বাংলা লিরিক্স
বাপ্পি লাহিড়ী
এ জীবনে পেয়েছি যে আঘাত হাজার
থামবে না গতি তবু জীবনে চলার।
এ জীবনে পেয়েছি যে আঘাত হাজার
থামবে না গতি তবু জীবনে চলার,
রাত্রির শেষে দেখি এখনও আঁধার
আলোর নিশানা আমি খুঁজি বারে বার,
রাত্রির শেষে দেখি এখনও আঁধার
আলোর নিশানা আমি খুঁজি বারে বার।।
মানবো না হার আমি, এই মোর পণ
তাতে যদি যায় যাক, যাক না জীবন,
জীবনে বাঁচার জ্বালা হাজার হাজার
তবু কেন এত রং আলোর বাহার,
রাত্রির শেষে দেখি এখনও আঁধার
আলোর নিশানা আমি খুঁজি বারে বার,
রাত্রির শেষে দেখি এখনও আঁধার
আলোর নিশানা আমি খুঁজি বারে বার।
এ জীবনে পেয়েছি যে আঘাত হাজার
থামবে না গতি তবু জীবনে চলার।।
লাভ-ক্ষতি লিখি মোরা, হিসাব খাতায়
ক্ষতি যদি বেশি হয়, কিবা এসে যায়।
লাভ-ক্ষতি লিখি মোরা, হিসাব খাতায়
ক্ষতি যদি বেশি হয়, কিবা এসে যায়,
পাল যদি ছিঁড়ে যায় নদীর মাঝার
দাঁড় টেনে আশা নিয়ে, নদী হবো পার।
রাত্রির শেষে দেখি এখনও আঁধার
আলোর নিশানা আমি খুঁজি বারে বার,
রাত্রির শেষে দেখি এখনও আঁধার
আলোর নিশানা আমি খুঁজি বারে বার,
এ জীবনে পেয়েছি যে আঘাত হাজার
থামবে না গতি তবু জীবনে চলার,
রাত্রির শেষে দেখি এখনও আঁধার
আলোর নিশানা আমি খুঁজি বারে বার,
রাত্রির শেষে দেখি এখনও আঁধার
আলোর নিশানা আমি খুঁজি বারে বার।।
#E Jibone Peyechi Je Aghat Hazar Song Lyrics In Bengali #
v Song Name : এ জীবনে পেয়েছি যে আঘাত
v Movie :মঙ্গল দীপ (19890)
v Music : বাপ্পি লাহিড়ী
v Director : হরনাথ চক্রবর্তী
v Writer : অঞ্জন চৌধুরী
v Label : গাথানি মিউজিক এবং অ্যাঞ্জেল বাংলা গান
0 Comments