জানিনা ভালোলাগা বাংলা লিরিক্স Janina Bhalolaga bangla Song lyrics

 

জানিনা ভালোলাগা ,বাংলা লিরিক্স

জানিনা ভালোলাগা, না ভালোবাসা 
অভ্যেস নাকি নতুন পাওয়ার নেশা,
বোঝানো যায় কি, আবেগ হিজিবিজি 
কিভাবে তোমাকে নিজের করে রাখি,
ভেবেই মোর যাই তোমার কে আমি
ভেবেই মোর যাই তোমার কে আমি। 

জানিনা ভালোলাগা, না ভালোবাসা 
অভ্যেস নাকি নতুন পাওয়ার নেশা .. 

জেনেছি তোমারও ভালো লাগেনা যে 
নিয়ন মাখা শহরে,
ফিরে যেতে পারো জানি 
ঘুম ভাঙে না যে মেঘে ঢাকা পাহাড়ে। 
 
ফ্যান্টাসি বলো, পাগলামি বলো 
কিংবা বলো বোকামি ..

ভেবেই মোর যাই তোমার কে আমি 
ভেবেই মোর যাই তোমার কে আমি। 

কখনো সখনো কোনো কমিক স্ট্রিপ এ 
এঁকে ফেলি তোমাকে,
অথবা কোনো এক নীলচে আলোতে 
ঢেকে ফেলি তোমাকে,
ফ্যান্টাসি বলো, পাগলামি বলো 
কিংবা বোলো বোকামি। 

ভেবেই মোর যাই তোমার কে আমি 
ভেবেই মোর যাই তোমার কে আমি। 

জানিনা ভালোলাগা, না ভালোবাসা 
অভ্যেস নাকি নতুন পাওয়ার নেশা,
বোঝানো যায় কি, আবেগ হিজিবিজি 
কিভাবে তোমাকে নিজের করে রাখি,
ভেবেই মোর যাই তোমার কে আমি
ভেবেই মোর যাই তোমার কে আমি 
ভেবেই মোর যাই তোমার কে আমি।


Janina Bhalolaga bangla Song Details 

Song : Janina Bhalolaga
Film Name :  Kishmish
Singers : Nikhita Gandhi & Shashwat Singh
Song composed and written by : Nilayan Chatterjee
Music Arrangement and Production : Soumyadeep Subhadeep
Lyricist:  Nilayan Chatterjee
Director: Rahool Mukherjee
DOP : Modhura Palit
Produced By : Dev Entertainment Ventures Pvt. Ltd

Post a Comment

0 Comments