চাঁদ তারা সূর্য নও তুমি বাংলা লিরিক্স Chand Tara Shurjo Nou Tumi bangla song lyrics

 চাঁদ তারা সূর্য নও তুমি ,বাংলা লিরিক্স

নও পাহাড়ী ঝর্না
যদি বলি ফুল তবুও হবে ভুল
তোমার তুলনা হয়না
তুমি না এলে এই পৃথিবী আমার
হারাবে আপন ঠিকানা
যদি দূরে যাও স্বপ্ন গুলো আমার
ভেঙ্গে যাবে জানো না
তোমার কথা ভেবে ভেবে
আমি গল্প কবিতা আর কাব্য লিখি,
তোমার চোখে চেয়ে থেকে
সুন্দর আমার পৃথিবী দেখি
তুমি না এলে এই পৃথিবী আমার
হারাবে আপন ঠিকানা
যদি দূরে যাও স্বপ্ন গুলো আমার
ভেঙ্গে যাবে জানো না
জীবন চলার পথে জানি
তুমি প্রথম দিয়েছ দেখা
ভুল বুঝে কোনোদিনও
আমায় তুমি করোনা একা
তুমি না এলে এই পৃথিবী আমার
হারাবে আপন ঠিকানা
যদি দূরে যাও স্বপ্ন গুলো আমার
ভেঙ্গে যাবে জানো না

 

Chand Tara Shurjo Nou Tumi bangla song details#

Song : Chad Tara Shurjo Nou Tumi 

Band Name: Miles 

 Album Name:  Protisruti

Post a Comment

0 Comments