আমাকে নাও বাংলা লিরিক্স Amake Nao Song lyrics



আমাকে নাও  বাংলা  লিরিক্সAmake Nao Song lyrics

আমাকে নাও, আমাকে নাও
আগুনে নাও, ফাগুনে নাও,
ঢেউয়ে ঢেউয়ে নাও, নাও না
নাও দু-হাত ভরে নাও।
প্রথম ভুল, প্রথম রাগ
আলগোছে গোপন দাগ,
নাও প্রথম ছোঁয়া নাও, নাও না
নাও দু চোখ ভরে নাও।।
তুমি তাকালেই হয়ে যাই বোকা
ভীতু প্যাডেলে ছুটেছে একরোখা,
এই ঘুম ঘোর নাও না ..
তুমি ছেড়ে যাওয়া গল্পের মাঝে
কিছু কথা যোগান হয়ে বাজে,
যদি ফের দেখা দাও ..
ঢেউয়ে ঢেউয়ে নাও, নাও না
নাও উজাড় করে নাও।
আমাকে নাও, আমাকে নাও
আগুনে নাও, ফাগুনে নাও,
ঢেউয়ে ঢেউয়ে নাও, নাও না
নাও দু-হাত ভরে নাও,
প্রথম ভুল, প্রথম রাগ
আলগোছে গোপন দাগ,
নাও প্রথম ছোঁয়া নাও, নাও না
নাও দু চোখ ভরে নাও।।

 Amake Nao Song details

    • Song=  আমাকে নাও
    • Web Series Name = শ্রীকান্ত
    • Singer = দেবায়ন ব্যানার্জী
    • Lyricis =প্রলয় সরকার ও জ্যোতি হাজরা
    • Composer = প্রলয় সরকার
    • Mixed and mastered by =  দেবায়ন ব্যানার্জী
    • Director =সানী ঘোষ 




























Post a Comment

0 Comments