সোহাগে আদরে বাংলা লিরিক্স Shohage Adore Song lyrics

সোহাগে  আদরে  বাংলা  লিরিক্স Shohage Adore Song lyrics



সোহাগে আদরে বাঁধা পড়ে আমি
ভালোবেসে যাই,
স্মৃতির সাগরে ডুবে গিয়ে আমি
ভালোবেসে যাই।
ভ্রমণের শেষে
ফিরে এসো তুমি আগের মতো,
কেউ বসে আছে তোমার অপেক্ষায়।
আধখানা ভোরে আলোরেখা হয়ে
ভালোবেসে যাই।।
কোলাহলে মাথা তুলে হাঁটি
কানে লেগে থাকে তোমার গলার স্বর,
মলায়েম রুমাল রোদে পরিপাটি
আমার প্রেমে লুকিয়ে ঈশ্বর।
তোমার জানলায়
কেউ তারা গোনে তোমার অপেক্ষায়,
শিশিরের রাতে
ঢাকা টেনে দিয়ে ভালোবেসে যাই।।
হাওয়া তাকে এনে দিলো ডালপালা
আবছা হয়ে আসছে অহংকার,
ভালো লাগে পুতুল পুতুল এই খেলা
এর নাম কেউ রেখেছে সংসার,
তাই বারান্দায়,
কেউ পথ চেয়ে তোমার অপেক্ষায়।
সোহাগে আদরে বাঁধা পড়ে আমি
ভালোবেসে যাই,
স্মৃতির সাগরে ডুবে গিয়ে আমি
ভালোবেসে যাই।
ভ্রমণের শেষে
ফিরে এসো তুমি আগের মতো,
কেউ বসে আছে তোমার অপেক্ষায়।
আধখানা ভোরে আলোরেখা হয়ে
ভালোবেসে যাই।।

Shohage Adore Song details

        • Song = শোহাগে আদরে
        • Film =বেলাশুরু
        • Vocal, Lyrics & Composition =অনুপম রায়
        • Arrangement & Programming = শমীক চক্রবর্তী
        • Recording = শুভ্রনীল বসু
        • Mixed & Mastered By =শ্রীরূপ চ্যাটার্জি
        • Directed by = নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়
        • Cinematographer = শুভঙ্কর ভর
        • Produced by =উইন্ডোজ








































































































Post a Comment

0 Comments