ও রঙ্গবতী বাংলা লিরিক্স Rangabati From Gotro bangla Song lyrics

 




ও রঙ্গবতী  বাংলা  লিরিক্স

আরে রঙ্গবতী রঙ্গবতী কনকলতা
হসি পদে কোহন কথা।
হায় গো লাজে লাজে, লাজে লাজে
হে লাজে লাজে, লাজে লাজে,
লাজে লাজে নাই জাউছে মাথা মোর
নাই করো, নাই করো অথা।

ও রঙ্গবতী রে রঙ্গবতী,
ও রঙ্গবতী রে রঙ্গবতী
রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে
হাবুডুবু তোমারি কথায়।

হায় গো লাজে, লাজে লাজে,
হায় গো লাজে, লাজে লাজে
হায় লাজে লাজে মরে রই রসিক নাগর
মোর নাই কোনো নাই কোনো ব্যথা।

স্বপন দিলে স্বপন, স্বপন আমার দিলে স্বপন
রূপে তোমার মরি বাঁচি বক্ষ জুড়ে হাহাকার
রঙ্গবতী, রঙ্গবতী, ও রঙ্গবতী রে রঙ্গবতী
ও রঙ্গবতী রে রঙ্গবতী।

প্রিয়া প্রিয়ার নোলক, হাতে কাঁকনও
মন বিহঙ্গনও আমার জীবনও
ধুলায় উড়ি যায় রে,
প্রিয়া প্রিয়ার নোলক, হাতে কাঁকনও
মন বিহঙ্গনও আমার জীবনও
ধুলায় উড়ি উড়ি উড়ি যায় রে।

মুখে কোনো কথা নাই যে গো,
মুখে কোনো কথা নাই যে গো
মুখে কোনো কথা নাই শুধু আকারে সাকারে
আঁখির বাহারে সরিষা ক্ষেতে দুইজন গো,
মন আকারে সাকারে আঁখির বাহারে
সরিষা ক্ষেতে বসে গো।

ডুবে ডুবে ডুবে আমার অন্তর পুড়িল,
ডুবে ডুবে ডুবে আমার অন্তর পুড়িল
কুহু কুহু ডাকে আমার বুকের মাঝে হয় তোলপাড়।

রঙ্গবতী, রঙ্গবতী, ও রঙ্গবতী রে রঙ্গবতী
ও রঙ্গবতী রে রঙ্গবতী।
হায় রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে
হাবুডুবু তোমারি কথায়।
হায় গো লাজে, লাজে লাজে,
হায় গো লাজে, লাজে লাজে
হায় লাজে লাজে মরে রই রসিক নাগর
মোর নাই কোনো নাই কোনো ব্যথা।
আরে রঙ্গবতী রঙ্গবতী কনকলতা
হসি পদে কোহন কথা।
















 Rangabati From Song DETAILS

        • Film=   গোত্র
        • Starring=  নাইজেল আক্কারা, মানালি দে, দেবলিনা কুমার, ওম প্রকাশ সাহানি।
        • Singers=সুরজিৎ চ্যাটার্জি ও ইমান চক্রবর্তী
        • Lyrics=সুরজিৎ চ্যাটার্জি
        • Director= নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

 Rangabati From Gotro bangla Song lyrics 

  • Song: রঙ্গবতী 
  • Movie:  গোত্র
  • Oriya Lyrics: মিত্রভানু গাঁওটিয়া
  • Bengali Lyrics: সুরজিৎ চ্যাটার্জি
  • Singer=সুরজিৎ চ্যাটার্জি ও ইমান চক্রবর্তী
  • Composition:প্রভুদত্ত প্রধান
  • Director: নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়।
  • নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়

 










































































































































































































Post a Comment

0 Comments