তোকে চাই লিরিক্স Toke Chai bangla Song Lyrics

 


তোকে চাই লিরিক্স Toke Chai bangla Song Lyrics 

খামখেয়ালি চিন্তার
তোর নেশাতে দেয় সাড়া,
বেহিসাবি মন ও মেজাজে
তোর খেয়ালে পথ হারাই।

একমুঠো আবিরের লালে
হৃদয়ের লুটতোরাজ,
উড়তে চায় তোকে পেলে সে
আদরেরই পক্ষীরাজ।

রাঙা পলাশের, যদি ডাক আসে
তোর আকাশে ভেসে যাই,
আলো আঁধারে, নীল পাহাড়ে
পাতা বাহারে তোকে চাই, তোকে চাই।

একপলকে সব হারিয়ে যাবে
তোর নোলোকে চোখ জুড়িয়ে যাবে,
অন্য মনে ওড়না উড়ে যাবে তোর।
স্কুল পালানো গল্প গুলো তোরই
খুনসুটিতে হাসবে ইচ্ছে ইচ্ছেতরী
কোলকাতাতে নামবে যাদুকরি ভোর।

একফালি রোদ্দুরের রঙে
আহ্লাদের কারুকাজ,
আসমানী পশমের সুতো
দু’চোখ মেলেছে স্বপ্নে আজ..

এলোমেলো দিন, ঠিকানা হীন
তোর গন্ধে লীন হয়ে যাই,
আলো আঁধারে, নীল পাহাড়ে
পাতা বাহারে তোকে চাই, তোকে চাই।

Toke Chai Song details

  • Song: তোকে চাই
  • Singer:তিমির বিশ্বাস
  • Music: স্যাভি
  • Lyrics:রিতম সেন
  • Music – কুন্তল দে
  • Mix:শুভদীপ মিত্র
  • DOP: সৌভিক দাস
  • Editor: রবিরঞ্জন মৈত্

Toke Chai bangla Song Lyrics 

Khamkheyali chintara
Tor neshate dey sara
behisebi mon o mejaje
Tor kheyale poth harai
Ranga polasher jodi daak ashe
Tor akashe vese jai
Aalo andhare nil pahare
Pata bahare toke chai, toke 




Post a Comment

0 Comments