আর কাঁদাস না লিরিক্স বাংলা
কত আবেগ দিয়েই ইচ্ছেগুলো
তোর সাথে সাজিয়েছিলাম,
তোর বলা সব মিথ্যেগুলো
সত্যি ভেবে এগিয়েছিলাম।
তাই বুঝি কি করলি এমন
ব্যথা দিলি শেষে,
তোর মতো কে দারুন করে,
মিথ্যে ভালোবাসে।
আমায় কাঁদাস না আর কাঁদাস নারে তুই
তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই,
আমায় কাঁদাস না আর কাঁদাস নারে তুই
তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই।
ওরে প্রিয়া.. ওরে প্রিয়া..
ওরে প্রিয়া.. ওরে প্রিয়া..
হয়তো কোনদিন তুই চাইবি আমাকে
সেদিনও তুই অন্য কারো আমি আকাশে,
তারার মতো জ্বলবো, না হলে জোনাকী
তুবও ওরে তোর মত হায়, দেবো না ফাঁকি।
একদিনও কি ভালবাসা ছিল নারে মনে
দারুণ খেলা খেলে গেলি আমার গোপনে।
আমায় কাঁদাস না আর কাঁদাস নারে তুই
তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই,
আমায় কাঁদাস না আর কাঁদাস নারে তুই
তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই।
ওরে প্রিয়া.. ওরে প্রিয়া..
ওরে প্রিয়া.. ওরে প্রিয়া..
Aar Kadas Na Song details
- Song : আর কাদাস না
- Singer : কেশব দে
- Cover by অর্পিতা বিশ্বাস:
- Lyrics & Composition :সুনীল- রজত
- Mix & Mastering : অর্ণব চৌধুরী
- Story & Dirrection : শম্পাদ
Aar Kadas Na bangla Song lyrics
Aar Kadas Na is the latest Bengali Song Sung by Keshab Dey. Music Composed by Sunil – Rajat. Aar Kadas Na Lyrics In Bengali Written by Sunil – Rajat and Song Programming Arrangements, Mixing and Mastering By Arnab Chowdhury.- Thumbnail & Cover Design :
- Music Lable :কেডি এন্টারটেইনমেন্ট
0 Comments