অচেনা বৈশাখ বাংলা লিরিক্স Achena Boishakh Song bangli Lyrics

Achena Boishakh Song bangli  Lyrics

 

অচেনা বৈশাখ বাংলা  লিরিক্স Achena Boishakh Song bangli  Lyrics

দুচোখে হঠাৎ করে কালবৈশাখী

চৈত্রের শেষবেলা পাতা ওড়ে নাকি?

গতবছরের মায়া ভেঙে যাবে বলে

রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে।

দুচোখে হঠাৎ করে কালবৈশাখী

চৈত্রের শেষবেলা পাতা ওড়ে নাকি?

গতবছরের মায়া ভেঙে যাবে বলে

রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে।

তুমিও অঝোরে তাকে শুধু ভালবেসো ..

এসো হে বৈশাখ এসো এসো

এসো হে বৈশাখ এসো এসো।।

প্রিয় উষ্ণতা লেগে থাকে যে পরবে

তারই হাত ছুঁয়ে দেখি আঁখিপল্লবে,

কত রঙ লেগে থাকে তারই ছবি আঁকি

শরীরে রেখেছি কিছু স্মৃতি জোনাকি।

অথচ তুমিও তাকে আরও ভালবেসো ..

এসো হে বৈশাখ এসো এসো

এসো হে বৈশাখ এসো এসো।।

আলেয়া লুকিয়ে থাকে আনমনা সুরে

অন্ধকারের ভাষা থেকে বহুদূরে,

গতবছরের মায়া ভেঙ্গে যাবে বলে

খড়কুটো বেঁধে রাখি তোমারই আঁচলে।

অথচ তুমিও তাকে শুধু ভালোবেসো ..

এসো হে বৈশাখ এসো এসো

এসো হে বৈশাখ এসো এসো।

তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,

বৎসরের আবর্জনা

দূর হয়ে যাক, যাক, যাক

এসো, এসো

এসো হে বৈশাখ এসো এসো

এসো হে বৈশাখ এসো, এসো।।

Achena Boishakh Song details

 v  Song : Achena Boishakh

v  Lyrics : Deborshi Sarkar

v  Music : Shovon Ganguly

v  Vocals : Iman chakraborty, Lagnajita chakraborty,

v  Durnibar saha, Ishan Mitra, Ikkshita Mukherjee

v  And Shovon Ganguly.

v  Track Programming : Amit-Ishan

v  Mixed & Mastered by : Amit Chatterjee

v  Directed by : Creative Media Productions

v  Edited by : Hiranmay Biswas

Achena Boishakh Song bangli  Lyrics

Duchokhe hotath kore kalboishakhi

Chaitrer sheshbela pata orey naki

Gotobochorer maya venge jabe bole

Raajpoth bhese geche ochena kajole

Tumio ojhore take shudhu bhalobesho

Esho hey boishakh esho esho

Priyo ushnota lege thake je porobe

Taari haat chuye dekhi ankhipallabe

Koto rong lege thake tari chobi anki

Shorire rekhechi kichu smriti o jonaki

Othocho tumio taake aaro valobesho

Post a Comment

0 Comments