বলবি কি তুই লিরিক্স বাংলা লিরিক্সBolbi Ki Tui Song bangla Lyrics
তোর দরজায়,
আমি রোজ গল্প পাঠাই
তোর ঠিকানায়।
বেনামি খামে চিঠি লিখি
আপন ভালোবাসায়,
রংধনু নিজ হাতে
তোর নামে সাজাই।
বলবি কি তুই
আমার কাছে তোর ভালো লাগা ?
রংতুলিতে আঁকবো আমি
তোর চিত্রকথা।।
ও বৃষ্টি জলে চোখ ভিজিয়ে
মিষ্টি করে হাসিস,
আমার জন্য সেই হাসির পাশে
একটু জায়গা রাখিস।
তোর নামে আজ স্বপ্ন সাজাই
দেখি তোর ঘুমভাঙ্গা চোখ,
আজকে না হয় নিয়ম ভেঙ্গে
ভালোবাসাই হোক।
বলবি কি তুই
আমার কাছে তোর ভালোলাগা ?
রংতুলিতে আঁকবো আমি
তোর চিত্রকথা।
সাদা মেঘ ভেসে যায়
তোর দরজায়,
আমি রোজ গল্প পাঠাই
তোর ঠিকানায়।
বেনামি খামে চিঠি লিখি
আপন ভালোবাসায়,
রংধনু নিজ হাতে
তোর নামে সাজাই।
বোলবি কি তুই
আমার কাছে তোর ভালো লাগা ?
রংতুলিতে আঁকবো আমি
তোর চিত্রকথা ….
Bolbi Ki Tui Song details
- Song : Bolbi Ki Tui (বলবি কি তুই)
- Voice & Music : Shovon Roy
- Drama : Shes Ta Emono Hoy
- Lyrics : Utsho Anim
- Direction : Mabrur Rashid Bannah
- Story : Mosabber Hossain Muid
- Cinematography : Jahangir Kabir Chisti
- Edit & Color : Shamim Rahman
- Label : G Series
0 Comments