বুক চিনচিন করছে হায় বাংলা, লিরিক্স



বুক চিনচিন করছে হায়  বাংলা,  লিরিক্স

 বুক চিনচিন করছে হায়

মন তোমায় কাছে চায় x2
আমরা দুজন দুজনার-ই প্রেমের দুনিয়া
তুমি ছুঁয়ে দিলে হায়,
আমার কি যে হয়ে যায়,
তুমি ছুঁয়ে দিলে হায়
আমার কি যে হয়ে যায়


বুক চিনচিন করছে হায়
মন তোমায় কাছে চায় x2
আমরা দুজন দুজনার-ই প্রেমের দুনিয়া
তুমি ছুঁয়ে দিলে হায়
আমার কি যে হয়ে যায় x2
তোমাকে যত দেখি নতুন লাগে
কামনার আগুন শুধু বুকে জাগে x2
আগুনে যাব পুড়ে,
রয়েছ কেন দূরে, x2
দাওনা সাড়া তোমায় ডাকি চোখের ইশারায়..
তুমি ছুঁয়ে দিলে হায়,
আমার কি যে হয়ে যায়,x2
যেখানে যাবে তুমি ছায়া হব
তোমারি সাথে আমি মিশে রব
যেখানে যাবে তুমি ছায়া হব
তোমারি সাথে আমি মিশে রব


হাজারও বাঁধা এলে
যাব না তোমায় ফেলে
হাজারও বাঁধা এলে
যাব না তোমায় ফেলে
রাখব তোমায় জনম ভরে মনের সীমানায়
তুমি ছুঁয়ে দিলে হায়
আমার কি যে হয়ে যায় x2
বুক চিনচিন করছে হায়
মন তোমায় কাছে চায় x2


আমরা দুজন দুজনার-ই প্রেমের দুনিয়ায়
তুমি ছুঁয়ে দিলে হায়
আমার কি যে হয়ে যায়
তুমি ছুঁয়ে দিলে হায়
আমার কি যে হয়ে যায়

#Buk Chin Chin Korche Hai Bangla Lyrics#


Song: Buk Chin Chin Korche.
Cast: Manna & Purnima
Singer: Andrew Kishore & Doly Sayontoni
Lyricist: Kabir Bokul
Music: Ali Akram Shuvo
Movie: Bastob
Director: Bodiul Alam Khokon
Producer: Sheikh Mohammad
Emon Taz Production: Sujon International
Label: Anupam


Post a Comment

0 Comments