কেন আজ এত দূরে গেলেবাংলা, লিরিক্স
জানি তোর মন ভেঙ্গে গেছে
যত বিশ্বাস ছিল হারিয়ে গেছে,
শত অজানার ভিতর ভালোবাসা
আজ মরীচিকায় ঢেকে গেছে।
কেন আজ এত দূরে গেলে?
অভিমানে মায়ার বাঁধন ছেড়ে।
ভুলিনি আমি কিছু, সুখের স্মৃতি ঘিরে
ভালোবাসা ছিলো যে তোমায় ঘিরে।
জানিনা কার ভুল, জানিনা কে ঠিক
মিছে মায়া হয়ে সবদিক।
কখনো বুঝে দেখনি এই মন
তোমায় হারানোর ছিল যে ভয়।
কেন আজ এত দূরে গেলে?
অভিমানে মায়ার বাঁধন ছেড়ে।
ভুলিনি আমি কিছু, সুখের স্মৃতি ঘিরে
ভালোবাসা ছিলো যে তোমায় ঘিরে।
জানি তোর মন ভেঙ্গে গেছে
যত বিশ্বাস ছিল হারিয়ে গেছে ..
কেন আজ এত দূরে গেলে?
অভিমানে মায়ার বাঁধন ছেড়ে।
ভুলিনি আমি কিছু, সুখের স্মৃতি ঘিরে
ভালোবাসা ছিলো যে তোমায় ঘিরে।
Keno Aaj Eto Dure Gele song Bengali Lyrics
Song : Keno Aaj Eto Dure Gele
Drama : Bou Er chap
Vocal & Lyrics : G.M. Ashraf
Tune : Subhro Raha & G.M. Ashraf
Music : Subhro Raha — L.M.G Beats
Directed By : Hasib Khan
DOP : BM Nazmul
Edit & color : Arifin Sarker
Label : Eagle Music
0 Comments