বলতে দেরি করোনা বাংলা লিরিক্স Bolte Deri Korona bangla Song Lyrics

 

বলতে দেরি করোনা বাংলা লিরিক্স

এই বৃষ্টি ভেজা রাতে
উদাস রাস্তাতে,
তোমার হাত হাতে নিয়ে হাঁটছি।
এই রিমঝিমঝিম ছন্দে
তোমার সোঁদা গন্ধে,
অনেকটা আনন্দে চোখ বুজছি।
বলতে দেরি করোনা
তুমি চাও আমাকেই চাও,
আমায় অপেক্ষা করিয়ে
কি যে মজা পাও?
বৃষ্টি থেমে এসেছে
ওই হলদে আলোর ঝড়,
ওড়ায় চিন্তা ভাবনা
ওড়ায় গোটা এই শহর।।
যদি পারো আরও আনো বাদল বাতাস
ভুলিয়ে দাও যন্ত্রনা হা-হুতাশ,
যদি পারো আনো মেঘের সিংহাসন
থামিয়ে দাও নোংরা যত ভাষণ।
বলতে দেরি করোনা
তুমি চাও আমাকেই চাও,
আমায় অপেক্ষা করিয়ে
কি যে মজা পাও?
বৃষ্টি থেমে এসেছে
ওই হলদে আলোর ঝড়,
ওড়ায় চিন্তা ভাবনা
ওড়ায় গোটা এ শহর।
থেকে যাও, থেমে যাও
জড়িয়ে এভাবেই,
এই ঝড় আমাদের দুঃস্বপ্ন নেভাবেই।
থেকে যাও, থেমে যাও
জড়িয়ে এভাবেই,
এই ঝড় আমাদের দুঃস্বপ্ন নেভাবেই।
বলতে দেরি করোনা
তুমি চাও আমাকেই চাও,
আমায় অপেক্ষা করিয়ে
কি যে মজা পাও?
বৃষ্টি থেমে এসেছে
ওই হলদে আলোর ঝড়,
ওড়ায় চিন্তা ভাবনা
ওড়ায় গোটা এ শহর।।


Bolte Deri Korona bangla Song details
  • Song : Bolte Deri Korona
  • Singer : Preetam Chakraborty
  • Lyrics & Tune : Abhishek Bidehi Pandit
  • Music Arrangement : Sudipto Paul
  • Direction : Koushik Mandal & Pobitra Pramanik
  • Cinematography : Saheb Rajak
  • Edit & Color : Pobitra Pramanik
  • Video Partner : Treasured Moments
  • Label : Asha Audio

 

Post a Comment

0 Comments