কতটা তোমার ছিল ,বাংলা লিরিক্স
কতটা তোমার ছিল
কতটা আমার,
প্রাচীন শহরে গড়া
যৌথ খামার।
কতটা পশম ছিল
আদর বোনা এ,
এখনো কবর তার
গল্প শোনায় ..
পাপের শরীর এক বহতা নদী
রাতের পাখির ডাকে জাগলো যদি,
কেউ তবু বসে থাকে ভেজা মোহনায়
সব কিছু ভুলে নাকি বেঁচে থাকা যায়।
কতটা চাওয়ার ছিল
কতটা পাওয়ার,
কলির শহর ঘোরা
একলা কাহার।
পিছুটান নিভে আসার
চাঁদের আলো,
মিথ্যে শহর তাকে
বাসছে ভালো।
Kotota Tomar Chilo Song Details #
Song : Kotota tomar chilo
Web Series Name : Montu Pilot Season 2
Lyrics : Debaloy Bhattacharya
Singer : Ishan Mitra
Composition and design : Amit-Ishan
Programming : Shamik Chakravarty
Mixing and Mastering : Amit Chatterjee
Director : Debaloy Bhattacharya
DOP : Indranath Marick
Edit : Sanglap Bhowmik
Label : SVF Music
0 Comments