তোকে দেখলে শুধু একটি বার বাংলা লিরিক্স
মনে শুধু জ্বলে আগুন
নেভে না সে, বাড়ে দ্বিগুন
সব ব্যথা যাই ভুলে যাই..
যদি তোকে দেখতে পাই।তোকে দেখলে শুধু একটি
মুছে যায় রে সকল অন্ধকার,
হায়, হয়েছে এই মন উতলা এখন
হয়েছে এই মন উতলা এখন
ভালোবাসি হায় তোকেই ভীষণ,
হায়, তুই ছাড়া কে আছে আমার,
তোকে দেখলে শুধু একটি বার
মুছে যায় রে সকল অন্ধকার।তোরই নেশায় যাচ্ছি পুড়ে
ডুবে আছি অচিন সুরে,
দেখনা দুইচোখ ঝরছে অঝরে
ডেকেনেরে তুই আদরে আদরে
দূরে সরে যাসনারে আমার..
তোকে দেখলে শুধু একটি বার
মুছে যায় রে সকল অন্ধকার।হাজার শত মুখের ভিড়ে
চাইছি আমি শুধুই তোরে,
যত বাধা আসুক দুনিয়ায়
থাকবো তোরই যাক যদি প্রাণ যায়
তোকে নিয়ে স্বপ্ন যে হাজার..তোকে দেখলে শুধু একটি বার
মুছে যায় রে সকল অন্ধকার,
হে.. হয়েছে এই মন উতলা এখন
হয়েছে এই মন উতলা এখন
ভালোবাসি হায় তোকেই ভীষণ,
তুই ছাড়া কে আছে আমার..
তোকে দেখলে শুধু একটিবার
মুছে যায় রে সকল অন্ধকার।
#Toke Dekhle Shudhu Ekti Bar Lyrics In Bengali#
Singer: Akash Mahmud
Movie: Bir
Lyrics: Shouquat Ali Imon
0 Comments