টাপা টিনি লিরিক্স - tapa tini song lyrics Belashuru
আশ্বিন ও ফাগুন মাসে
পরান ঘাসে নতুন বিয়ের
ফুল ফুটিছে,
উথালি পাথালি মনে
আলতা কোণে নতুন বিয়ের
ফুল ফুটিছে।
হেই হো পিয়ালী রে
হেই হো দুলালী রে,
হেই হো পিয়ালী রে
হেই হো দুলালী রে,
আশ্বিন ও ফাগুন মাসে
পরান ঘাসে নতুন বিয়ের
ফুল ফুটিছে,
উথালি পাথালি মনে
আলতা কোণে নতুন বিয়ের
ফুল ফুটিছে।
ইনি বিনি টাপা টিনি
টানা টুনি টাসা,
সাহেব বাবুর বউ এয়েছে
দেখতে ভারী খাসা,
উলো কুটি ধূলো কুটি
গৌরী হেন ঝি,
তোর কপালে বুড়হা বর
করবো আমি কি?
নকশা কাটা, পানের বাটা
মুখ ঢেকেছে সুখ সায়রের
কন্যে,
খোঁপার কাঁটা, চন্দন
বাটা
সুহাগ রাতের বেসাদ সবার
জন্যে।
ইনি বিনি টাপা টিনি
টানা টুনি টাসা,
সাহেব বাবুর বউ এয়েছে
দেখতে ভারী খাসা,
উলো কুটি ধূলো কুটি
গৌরী হেন ঝি,
তোর কপালে বুড়হা বর
করবো আমি কি?
আশ্বিন ও ফাগুন মাসে
পরান ঘাসে নতুন বিয়ের
ফুল ফুটিছে,
উথালি পাথালি মনে
আলতা কোণে নতুন বিয়ের
ফুল ফুটিছে।
নতুন বিয়ের ফুল,
নতুন ঝিঙে ফুল,
বাঁধলো সখী চুল,
বিবিয়ানা,
নতুন বিয়ের ফুল,
নতুন কানের দুল,
বাঁধলো সখী চুল,
বিবিয়ানা।
👉Tune : Tapa Tini
👉Film : Belashuru
👉Artist : Iman Chakraborty, Ananya Khnada
👉Bhattacharjee and Upali Chattopadhyay
👉Verses and Tunes : Anindya Chatterjee
👉Blending and Mastering Engineer : Debojit Sengupta
👉Coordinated by : Nandita Roy and Shiboprosad Mukherjee
👉Cinematographer : Shubhankar Bhar
tapa tini song lyrics
Ashin o fagun mase
Poran ghashe notun biyer phul futiche
Uthali pathali mone
Aalta kone notun biyer phul futiche
Hei ho piyali re hei ho dulali re
Ini bini tapa tini tana tuni tasa
Saheb babur bou eyeche
Dekhte bhari khasha
Ulo kuti dhulo kuti gouri heno jhi
Tor kopale burah bor
Korbo ami ki
0 Comments