সাদা গোলাপ লিরিক্স -Shada Golap song lyrics হাইওয়ে ব্যান্ড
না হয় একটা মিথ্যে বলেছি
তাতে এমন কি হয়েছে,
নিস্পাপ কিছু স্বপ্ন ভেঙ্গেছে
যেটা সত্যি বললেও ভেঙ্গে যেত।
না হয় একটা গোলাপ এনেছি
তাতে এমন কি হয়েছে,
ছয়টি ঋতুর আকাশ
আর চেনা আছে যত পথ,
সবকিছু তুমিময় হয়েছে।
আজ কোথায় তুমি নেই
আজ কোথায় তুমি নেই,
আজ কোথায় তুমি নেই
আজ কোথায় তুমি নেই।।
না হয় একটু মুচকি হেসেছো
তাতে এমন কি হয়েছে,
শরীরের যত কোষ
আর রক্তের যত কণা,
সবকিছুতেই মিশে গিয়েছে।
না হয় তুমি চলেই গিয়েছো
তাতে এমন কি হয়েছে,
সময় যা পরাধীন ছিলো
তোমার দেয়ালে বন্দী,
সময়টা আজ থেমেই গিয়েছে।
আজ কোথায় তুমি নেই
আজ কোথায় তুমি নেই,
আজ কোথায় তুমি নেই
আজ কোথায় তুমি নেই।।
👉Shada Golap song details
👉Melody : Shada Golap
👉Band Name : Highway
👉Collection Name : Train Poka
👉Vocal : Aether
Shada Golap song lyrics
Na hoy
ekta mitthe bolechi
Tate emon
ki hoyeche
Nishpap
kichu shopno vengeche
Jeta
sotti bolleo venge jeto
Na hoy
ekta golap enechi
Taate
emon ki hoyeche
Choyti
ritur akash
Aar chena
ache joto poth
Sobkichu
tumimoy hoyeche
Aaj
kothay tumi nei
Na hoy
tumi cholei giyecho
Tate emon
ki hoyeche
Somoy ja
poradhin chilo
Tomar
deyale bondi
Somoyta
aaj themei giyeche
0 Comments