মনমধুপুর Mon Madhupur bangla song lyrics



💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

মনমধুপুর  Mon Madhupur bangla song lyrics

তুমি কি কখনও মনমধুপুর গেছো?

সেখানে তোমায় প্রথম দেখেছিলাম,

তুমি কি কখনও মনমধুপুর গেছো?

সেখানে তোমায় প্রথম দেখেছিলাম,

নীল নদী ছিলো অঙ্কশায়িনী, আমি

অঞ্জলি শুধু ওষ্ঠে তুলে ছিলাম,

তুমি কি কখনও মনমধুপুর গেছো?

সেখানে তোমায় প্রথম দেখেছিলাম।

মেঠোপথ গেছে পায়ে পায়ে দূরে বেঁকে

ছায়া নিয়ে শুয়ে বিকেলের রোদ্দুর,

যেন আকাশের শূন্যতা বুকে মেখে

ফড়িং এর ডানা আঙ্গুলে ছুঁয়েছিলাম,

তুমি কি কখনও মনমধুপুর গেছো?

সেখানে তোমায় প্রথম দেখেছিলাম।

হাওয়া দেয় আর দুলে দুলে ওঠে ঘাস

মাথাময় চাঁদ একবার বাড়ে কমে,

লকলক করে শতইচ্ছের জল

ঘুঘু ডাকে আর ঘুঘু ডাক যায় থেমে,

থেমে গেছে সব, থেমে গেছে তবু কেন

ডেকে যাও তাকে, ডেকে যাও, বলো মন,

আমি তো নিজেও যাইনি সেখানে, যেন

কারও যেতে নেই, শুধু এই ভেবেছিলাম,

তুমি কি কখনও মনমধুপুর গেছো?

সেখানে তোমায় প্রথম দেখেছিলাম।


Mon Madhupur song details

Tune Name : MonMadhupur

Artist : Namrata Bhattacharya

Verses : Saikat Kundu

Sythesis : Ratnadeep Das

Plans : Abhisek Chakraborty

Recordist : Goutam Debnath

Videography : Studio WooLala

Video Editing : Sree Uttam.

Computerized Marketing : Rony Bhattacharya


Mon Madhupur bangla song lyrics

Tumi ki kokhono mon modhupur gecho

Sekhane tomay prothom dekhechilam

Neel nodi chilo ankoshayini ami

Anjali shudhu osthey tule chilam

Methopoth geche paaye paaye dure benke

Chaya niye shuye bikeler roddur

Jeno akasher shunnota buke mekhe

Foring er daana angule chuyechilam

Hawa dey aar dule dule othey ghash

Mathamoy chand ekbar bare kome

Loklok kore shoto iccher jol

Ghughu daake aar ghughu daak jaay theme

Theme geche shob theme geche tobu keno

Deke jao taake deke jao bolo mon

Ami toh nijeo jaini sekhane jeno

Karo jete nei shudhu ei vebechilam

Tumi ki kokhono mon madhupur gecho

Sekhane tomay pratham dekhechilam


Post a Comment

0 Comments