Cholona bangla song lyrics
ছলন
তুই ছাড়া এ মন আমার
কিছু বোঝে না,
এক হয়ে যাই চল আবার
ভুলে দোটানা।
সব ভুলে অভিমান, ছেড়ে যত পিছুটান
এ হাতে তুই হাত রাখ না ..
আমার ভালোবাসা নয় ছলনা
কখনো ছেড়ে তোকে যাবোনা,
আমার ভালোবাসা নয় ছলনা
কখনো ছেড়ে তোকে যাবোনা,
কখনো ছেড়ে তোকে যাবো না।।
একই পথে হাঁটতে চাই
বলতে চাই না বলা কথা,
তুই ছাড়া এই আমার
মনে হয় জীবন বৃথা।
ও.. একই পথে হাঁটতে চাই
বলতে চাই না বলা কথা,
তুই ছাড়া এই আমার
মনে হয় জীবন বৃথা।
সব ভুলে অভিমান, ছেড়ে যত পিছুটান
এ হাতে তুই হাত রাখ না ..
আমার ভালোবাসা নয় ছলনা
কখনও ছেড়ে তোকে যাবোনা,
আমার ভালোবাসা নয় ছলনা
কখনও ছেড়ে তোকে যাবোনা,
কখনও ছেড়ে তোকে যাবো না।।
ব্যথা যত ভুলে যাই
অযথাই থাকলে তুই পাশে,
এই আমি বাঁচতে চাই
আজীবন তোকে ভালোবেসে।
সব ভুলে অভিমান, ছেড়ে যত পিছুটান
এ হাতে তুই হাত রাখ না ..
আমার ভালোবাসা নয় ছলনা
কখনো ছেড়ে তোকে যাবোনা,
আমার ভালোবাসা নয় ছলনা
কখনো ছেড়ে তোকে যাবোনা,
কখনো ছেড়ে তোকে যাবো না।।
Cholona song details
v Song
Name : Cholona
v Drama
Name : Biye Korte Icchuk
v Singer
: Tanjib Sarwar
v Lyrics
: Faisal Rabbikin
v Tune
& Music : Rezwan Sheikh
v Directed By : BU Shuvo
Cholona bangla song lyrics
Tui chara e mon amar
Kichu bojhe na
Ek hoye jai chol abar
Bhule dotana
Shob bhule obhiman
chere joto pichutaan
E haate tui haat rakh na
Amar valobasha noy cholona
Kokhono chere toke jabo na
Amar bhalobasha noy cholona
Kokhono chere toke jabona
Eki pothe haatte chai
Bolte chai na bola kotha
Tui chara ei amar
Mone hoy jibon britha
Beytha joto bhule jai
Ojothai thakle tui pashe
Ei ami banchte chai
Ajibon toke valobeshe
Sob bhule obhiman
chere joto pichutan
E haate tui haat rakh na
Amar valobasa noy cholona
Kokhono chere toke jabona
Amar bhalobasa noy cholona
Kokhono chere toke jabona
0 Comments