মনে করো যেন বিদেশ ঘুরে Birpurush Poem Lyrics bangla
মনে করো যেন বিদেশ ঘুরে
মা কে নিয়ে যাচ্ছি অনেক দূরে,
তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে
দরজা দুটো একটুকু ফাঁক করে,
আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে
টগবগিয়ে তোমার পাশে পাশে,
রাস্তা থেকে ঘোড়ার খুরে খুরে
রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে।
সন্ধ্যে হল, সূর্য নামে পাটে
এলেম যেন জোড়াদিঘির মাঠে,
ধূ ধূ করে যে দিক পানে চাই
কোনোখানে জনমানব নাই,
তুমি যেন আপনমনে তাই
ভয় পেয়েছ, ভাবছ, এলেম কোথা ?
আমি বলছি, ভয় কোরো না মা গো,
ঐ দেখা যায় মরা নদীর সোঁতা।
চোরকাঁটাতে মাঠ রয়েছে ঢেকে
মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে,
গোরু বাছুর নেইকো কোনোখানে
সন্ধ্যে হতেই গেছে গাঁয়ের পানে,
আমরা কোথায় যাচ্ছি কে তা জানে,
অন্ধকারে দেখা যায় না ভালো।
তুমি যেন বললে আমায় ডেকে
দিঘির ধারে ওই যে কিসের আলো!
এমন সময় হারে রে রে রে
ঐ যে কারা আসতেছে ডাক ছেড়ে,
তুমি ভয়ে পালকিতে এক কোণে
ঠাকুর দেবতা স্মরণ করছ মনে,
বেয়ারাগুলো পাশের কাঁটাবনে
পালকি ছেড়ে কাঁপছে থরোথরো,
আমি যেন তোমায় বলছি ডেকে,
আমি আছি, ভয় কেন মা কর।
হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল
কানে তাদের গোঁজা জবার ফুল,
আমি বলি, দাঁড়া, খবরদার
এক পা কাছে আসিস যদি আর
এই চেয়ে দেখ আমার তলোয়ার,
টুকরো করে দেব তোদের সেরে,
শুনে তারা লম্ফ দিয়ে উঠে
চেঁচিয়ে উঠল, হারে রে রে রে।
তুমি বললে, যাস না খোকা ওরে
আমি বলি, দেখো না চুপ করে,
ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে
ঢাল তলোয়ার ঝন্ঝনিয়ে বাজে,
কী ভয়ানক লড়াই হল মা, যে
শুনে তোমার গায়ে দেবে কাঁটা।
কত লোক যে পালিয়ে গেল ভয়ে
কত লোকের মাথা পড়ল কাটা।
এত লোকের সঙ্গে লড়াই করে
ভাবছ খোকা গেলই বুঝি মরে,
আমি তখন রক্ত মেখে ঘেমে
বলছি এসে, লড়াই গেছে থেমে,
তুমি শুনে পালকি থেকে নেমে
চুমো খেয়ে নিচ্ছ আমায় কোলে,
বলছ, ভাগ্যে খোকা সঙ্গে ছিল
কী দুর্দশাই হত তা না হলে।
রোজ কত কী ঘটে যাহা তাহা
এমন কেন সত্যি হয় না আহা,
ঠিক যেন এক গল্প হত তবে
শুনত যারা অবাক হত সবে,
দাদা বলত, কেমন করে হবে,
খোকার গায়ে এত কি জোর আছে?
পাড়ার লোকে বলত সবাই শুনে,
ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে।
Poem Name : Birpurush
Writer : Rabindranath Thakur
Birpurush Poem Lyrics bangla
Mone koro
jeno bidesh ghure
Maa ke niye
jacchi onek dure
Tumi jaccho
palkite maa chore
Dorja duto
ektuku faak kore
Ami jacchi
ranga ghorar pore
Togbogiye
tomar pashe pashe
Rasta theke
ghorar khure khure
Ranga dhuloy
megh uriye ashe
Sondhey holo
surjo naame paate
Elem jeno
joradighir mathey
Dhu dhu kore
je dik paane chai
Konokhane
jonomanob nai
Tumi jeno
apon mone tai
Bhoy peyecho
vabcho elem kotha
Ami bolchi
bhoy koro na maa go
Oi dekha
jaay mora nodir sota
0 Comments