হলে হোক বদনাম বাংলা লিরিক্সHole Hok Bodnam bangla lyrics
আমার অন্তরাজ্য তুমি বন্ধু
দখল কইরাছো,
পিরিতির বান মাইরা আমায়
পাগল বানাইছো,
অন্তরাজ্য তুমি বন্ধু দখল কইরাছো
পিরিতির বান মাইরা আমায়
পাগোল বানাইছো।
এখন অন্তর বাহির জপে সখী
অন্তর বাহির জপে সখী
শুধু তোমার নাম,
তোমায় ভালো বাসতে গিয়ে
হলে হোক বদনাম, আমার
তোমায় ভালো বাসতে গিয়ে
হলে হোক বদনাম।।
শান্তি নাইরে মনের ভিতর
ঘুম নাইরে চোখে,
সখী নামের সুর বাজে
সারাক্ষন বুকে,
শান্তি নাইরে মনের ভিতর
ঘুম নাইরে চোখে,
সখী নামের সুর বাজে
সারাক্ষন বুকে,
এখন সখী ছাড়া জীবনটার নাই
কানাকড়ি দাম।
তোমায় ভালো বাসতে গিয়ে
হলে হোক বদনাম, আমার
তোমায় ভালো বাসতে গিয়ে
হলে হোক বদনাম।।
পাড়াপড়সি বলে আমায়
জীন ভূতে ধইরাছে,
তারা তো জানে না
আমায় বন্ধু আঁচড় কইরাছে।
পাড়াপড়সি বলে আমায়
জীন ভূতে ধইরাছে,
তারা তো জানে না
বন্ধু আঁচড় কইরাছে
এখন সোনা বন্ধুর পিরিতে
জাতকূল সবই হারাইলাম..
তোমায় ভালো বাসতে গিয়ে
হলে হোক বদনাম, আমার
তোমায় ভালো বাসতে গিয়ে
হলে হোক বদনাম
Hole Hok Bodnam Song details
Song : Hole Hok BodnamSinger : Baul SukumarLyrics & Tune : ForhadMusic : Ahsan Habib ChobiDirected by : Eagle TeamDoP : Md. SujonEdit & Color : BappiLabel : Eagle Music
Song : Hole Hok Bodnam
0 Comments