আকাশে রিমঝিম বাদল জমেছে
তোমাকে পাবার মাদল বেজেছে,
কিছু তো শোনা যায় না
তোমাকে ছাড়া।
প্রকৃতি নতুন সাজে সেজেছে
তোমার আমার দেখা হয়েছে,
কিছু তো ভেবে পাই না
মন যে আর মানে না।
আমার মনের বনে কত
কথা ছিল বন্দি,
মেঘের আড়াল থেকে বৃষ্টি
হয়ে পড়বি।
রিমঝিম বৃষ্টি ঝরে যায়
তাকিয়ে দেখো না,
তুমি আমি বৃষ্টিতে ভিজে আজ
একাকার হয়ে আমরা।
আকাশপানে শুধু, শুধু চেয়ে রই
তোমার আমার স্মৃতি মনে,
আ আ.. তোমার সাথে প্রতিটিক্ষন
কবিতার মতো ছন্দময়।
এ বুকে শুধু তোর কথা জাগে
তোমাকে নিয়ে আজই,
শুধু যে তোমায় মনে পড়ে
আমারই।
রিমঝিম বৃষ্টি ঝরে যায়
তাকিয়ে দেখো না,
তুমি আমি বৃষ্টিতে ভিজে আজ
একাকার হয়ে আমরা।
Rimjhim Brishti Jhore Jay Song details
- Song : Rimjhim Brishti Jhore Jay
- Drama : Chirokal Aaj
- Singer : Ajoy Roy & Jarin Tasnim Ratry
- Lyrics, Tune & Music : Mahamud Hayet Arpon
- Edit & Color : Aurnob Hasnat
- Cinematographer :Bidrohi Dipon
- Written & Direction : Vicky Zahed
- Label : Rtv Music
Rimjhim Brishti Jhore Jay bangla Song lyrics
Akashe rimjhim badol jomeche
TOmake pabar madol bejeche
Kichu toh shona jaay na
Tomake chara
Prakriti notun saaje sejeche
Tomar amar dekha hoyeche
Kichu toh vebe pai na
Mon je amar maane na
Amar moner bone koto
Kotha chilo bondi
Megher aral theke brishti hoye porbi
Rimjhim Bristi Jhore Jay
Takiye dekho na
Tumi ami brishtite vije aaj
Ekakar hoye amra
0 Comments