জেগে জেগে ,বাংলা লিরিক্স


জেগে জেগে ,বাংলা লিরিক্সJege Jege bangla Song lyrics

জেগে জেগে কত 

পার করে দেওয়া রাত
আরও একবার মুঠোর মধ্যে হাত,
তোমাকে চেয়েছি চেনা রাস্তার মতো
শরীরে শরীর মন তবু অক্ষত।
আজ রাতে চলে যেও না, যেও না, যেও না
আজ রাতে নানা না না..

ঠোঁটের শহর আদর সৈন্যে যেতে
সম্মোহনের সময় হয় না মিথ্যে,
চেনা মোমদানে নিজেকে রেখেছি নিজে
জলে নয় চোখ অপেক্ষা লেগে ভিজে।
আজ রাতে চলে যেও না, যেও না, যেও না
আজ রাতে..

দুজনের মাঝে সেলাই দাগের সুতো
স্মৃতি বলে দেয় দুঃখ কিভাবে ছুঁতো,
ছুঁয়ে দেখো তুমি এখনো কাঁপছে পাতা
আলতো আঙুলে বেছে নাও চোরকাঁটা।
হো.. আজ রাতে চলে যেও না,
যেও না, যেও না, আজ রাতে ..

এসো একবার শরীরের পথে পথে
ঘুরে দেখে নি কত অঘটন ঘটে,
মরে যেতে পারি সহজে এতো চাওয়া
বেঁচে নেবো বলে পাশাপাশি হেঁটে যাওয়া।
আজ রাতে চলে যেও না, যেও না, যেওনা
আজ রাতে…

জেগে জেগে কত পার করে দেওয়া রাত
আরও একবার মুঠোর মধ্যে হাত,
তোমাকে চেয়েছি চেনা রাস্তার মতো
শরীরে শরীর মন তবু অক্ষত।
আজ রাতে চলে যেও না, যেও না, যেও না
আজ রাতে.. নানা না না..

#Jege Jege bangla Song lyrics#

  • Song Name: Jege Jege
  • Movie Name: Uraan
  • Singers Name: Shreya Ghoshal.
  • Music Director: Joy Sarkar & Tridib Raman
  • Lyrics by: Srijato
  • Screenplay, Story & Direction: Sabuj, Ashish
  • Woodwinds: Sushanta Nandy
  • D.O.P.: Arvind K
  • Movie Producers: Jeet, Gopal Madnani, Amit Jumrani
  • Bass, Guitars: Sanjoy Das
  • Label by: Amara Muzik Bengali










medium;">



Post a Comment

0 Comments