আমার তবু আকাশ থাকে বাকি বাংলা লিরিক্স

আমার তবু আকাশ থাকে বাকি  বাংলা লিরিক্স

  আমার তবু আকাশ থাকে বাকি

আমার তবু হয়না তারা গোনা,
তোমার যত কান্না ছিল মেখে, আমার
ছিল এক সাগর সম নোনা।

ফাঁকি আকাশের ফাঁকি জীবন
ইচ্ছে করে তোমায় ছুঁয়ে দেখি,
গল্পে পাখির হয়না মরণ
বাকির খাতা শূণ্য ফাঁকি।

আ আ…

তোমার ছিল ভাত শালিকের গল্প
আমার ছিল ছোট্ট পোষা ময়না,
আমার তবু রাত্রি বাকি অল্প
তোমার তবু একটু সময় হয়না।

তোমার ছিলো ভাত শালিকের গল্প
আমার ছিলো ছোট্ট পোষা ময়না,
আমার থাকে রাত্রি বাকি অল্প
তোমার যে হায় একটু সময় হয়না।

ফাঁকি আকাশের ফাঁকি জীবন
ইচ্ছে করে তোমায় ছুঁয়ে দেখি,
গল্পে পাখির হয়না মরণ
বাকির খাতা শূণ্য ফাঁকি।

#Amar Tobu Akash Thake Baki  Bengali Lyrics#

Singer: Mahtim Shakib

Lyrics: Tanim Jaber

Post a Comment

0 Comments