তোমায় ছোঁয়ার ইচ্ছে ,, বাংলা লিরিক্স, Tomay Chowar Icche Song bangla Lyrics

 

তোমায় ছোঁয়ার ইচ্ছে ,, বাংলা  লিরিক্স

তোমায় ছোঁয়ার ইচ্ছে
আমায় ভীষণ পীড়া দিচ্ছে,
বলো কবে ছুঁতে দিবে?
তুমি আবার আমার হবে,
বলো কোন তারিখে কবে?
আমার একলা একা থাকা
একা স্মৃতি ধরে রাখা,
আর পারছিনা এভাবে
তুমি আবার আমার হবে,
বলো কোন তারিখে কবে?
গল্প লিখি যত্ন করে
তোমায় শোনাবো তাই,
আসবে ফিরে পূর্ণ করে
দিবে আমায় পুরোটাই।
আমার চোখের কোণে ক্ষত
তোমায় আবছা দেখি কত,
জল মুছে দিবে কবে
তুমি আবার আমার হবে,
বলো কোন তারিখে কবে?
আমার একলা একা থাকা
একা স্মৃতি ধরে রাখা,
আর পারছিনা এভাবে
তুমি আবার আমার হবে,
বলো কোন তারিখে কবে?
স্মৃতির আগুন পুড়ছে পুড়ুক
আমার ভেতর বাহির,
প্রহর গুনে মনটা আজও
হয়ে থাকে অধীর।
তোমায় ছোঁয়ার ইচ্ছে
আমায় ভীষণ পীড়া দিচ্ছে,
বলো কবে ছুঁতে দিবে?
তুমি আবার আমার হবে,
বলো কোন তারিখে কবে?
আমার একলা একা থাকা
একা স্মৃতি ধরে রাখা,
আর পারছিনা এভাবে
তুমি আবার আমার হবে,
বলো কোন তারিখে কবে?

#Tomay Chowar Icche Song details#
  • ong : Tomay Chowar Icche
  • Singer : Shiekh Sadi
  • Lyrics : Mehedi Hasan Limon
  • Music : Alvee Al Berunee
  • Tune : Asif Shahriar
  • Director : Sohel Raaz
  • Producer : Rupai
  • Cinematographer : Rakib Ahmmed
  • Factory : Teamwork

Tomay Chowar Icche Song bangla Lyrics

Tomay chowar 
Amay vison pira dichhe
Bolo kobe chutey dibe
Tumi abar amar hobe
Bolo kon tarikhe kobe
Amar ekla eka thaka
Eka smriti dhore rakha
Aar parchina evabe
Tumi abar amar hobe
Bolo kon tarikhe kobe
Golpo likhi jotno kore
Tomay shonabo tai
Ashbe phire purno kore
Dibe amay purotai

Post a Comment

0 Comments