বুলবুলি,,বাংলা লিরিক্স
বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে
দিসনে আজই দোল,
আজও তার
ফুল কলিদের ঘুম টুটেনি
তন্দ্রাতে বিলোল।
আজও হায়,
রিক্ত শাখায় উওরী বায়,
ঝুরছে নিশিদিন ..
আজও হায়,
রিক্ত শাখায় উওরী বায়,
ঝুরছে নিশিদিন ..
আসেনি, দখিনে হাওয়া, গজল গাওয়া
মৌমাছি বিভোল,
আসেনি, দখিনে হাওয়া, গজল গাওয়া
মৌমাছি বিভোল,
বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে
দিসনে আজই দোল।
কবে সে ফুল কুমারী
ঘোমটা চিরি আসবে বাহিরে ..
কবে সে ফুল কুমারী
ঘোমটা চিরি আসবে বাহিরে ...
শিশিরের স্পর্শসুখে ভাঙ্গবে রে ঘুম
রাঙবে রে কপোল,
শিশিরের স্পর্শসুখে ভাঙ্গবে রে ঘুম
রাঙবে রে কপোল,
বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে
দিসনে আজই দোল।
দোল দোল দোল দিয়েছি
ঘুম ভেঙেছে কই?
ফাগুন এসে ডাক দিয়ে যায়
উঠলো এবার সই।
ভাঙাবো কি ঘুম তোর
আশাতে নেশাতে না জেগে জেগে রই,
দখিনা.. এলো ওই,
ওলিরা, পাখিরা তোমারই প্রেমেতে রই।
ওঠ ওঠ ওঠ লো রে সই
ফাগুন এলো ওই,
দখিন হাওয়া ডাক দিয়ে যায়
মনের মানুষ কই?
ওঠ ওঠ ওঠ লো রে সই
ফাগুন এলো ওই,
দখিন হাওয়া ডাক দিয়ে যায়
মনের মানুষ কই?
ফাগুনের মুকুল জাগা দুকুল ভাঙ্গা
আসবে ফুলেল বান,
কুঁড়িদের ওষ্ঠ-পুটে লুটবে হাসি
ফুটবে গালে টোল।
কবি তুই গন্ধে ভুলে, ডুবলি জলে
কূল পেলিনে আর,
ফুলে তোর বুক ভরেছিস আজকে জলে
ভরবে আঁখির কোল,
বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে
দিসনে আজই দোল।
Bulbuli Bangla song Lyrics #
Song : Bulbuli
Bagichay Bulbuli Written by : Kazi Nazrul Islam
Dol Dol Dol Diyeche Written by : Syed Gousul Alam Shaon
Vocals : Rituraj Baidya & Sanzida Mahmood Nandita
Vocals : Rubayat Rehman, Karishma Shanu Sovvota And
Jannatul Firdous Akbar
Curated & Produced by : Shayan Chowdhury Arnob
Music Composed and Arranged by : Shuvendu Das Shuvo
Sound Engineer & Mixed by : Faizan Rashid Ahmad
Mastered by : Yash Duwecha
Recording Engineer : Victor Das
Creative Producer : Syed Gousul Alam Shaon
Video Directed by : Krishnendu Chattopadhyay
DOP : Kamrul H. Khosru
Label : Coke Studio Bangla
0 Comments